Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টারঃ

(১)  উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাথে সংশ্লিষ্ট বেসরকারী সংস্থার(এনজিও) উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচির মাঠ পযার্য়ের কার্যক্রমের সাবির্ক তদারকি করা;

(৩) প্রতিমাসে উপজেলা পযার্য়ে বিভিন্ন সংস্থার বাস্তবায়নাধীন কাযর্ক্রমের কমপক্ষে ৩০টি উপানুষ্ঠানিক শিক্ষাকেন্দ্র পরিদর্শনকরা,শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি যাচাই করা এবং ত্রুটি বিচ্যূতি পরিলক্ষিত হলে সংশোধনের  ব্যবস্থাগ্রহণ করা;

(৩) উপানুষ্ঠানিকশিক্ষাব্যুরোর আওতাধীন বিভিন্ন প্রকল্পের জেলা পযার্য়ে নিয়োজিত কর্মকর্তার কর্মস্থল ত্যাগ, নৈমিত্তিক ছুটি অনুমোদন এবং   আয়ন-ব্যয়নকর্মকর্তারদায়িত্বপালন;

(৪)সামাজিক উদ্বুদ্ধকরণের মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষা কাযর্ক্রম সম্পর্কে গণসচেতণতা সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করা;

(৫)উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচির কেন্দ্রসমূহের সুপারভাইজার, সহায়ক/সহায়িকা, কেন্দ্রভিত্তিক শিক্ষার্থীদের তালিকাসংগ্রহ,  সংরক্ষণ এবং সেগুলো প্রধান কাযার্লয়ের এমআইএস শাখায় প্রেরণকরা;

(৬)জেলা পযার্য়ের কর্মচারীদেরবেতন-ভাতা ও আনুষাঙ্গিক খরচের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন  এবং মাসিক খরচের হিসাব বিবরণী নিয়মিত সদর দপ্তরে প্রেরণ করা;

         (৭)  জেলা পযার্য়ে বাজেট প্রণয়ন ও সদর দপ্তরে প্রেরণ করা;

(৮)জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জেলা প্রকিউরমেন্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা;

(৯)জেলা পযার্য়ে প্রতি ২মাসে ১বার উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সভার আয়োজন,সদস্য-সচিব হিসেবে দায়িত্বপালন এবং মাসিক সভার প্রতিবেদন সদর দপ্তরে প্রেরণ;

(১০)এনজিও কর্তৃক বাস্তবায়িত কর্মসূচির বিপরীতে দাখিলকৃত হিসাববিবরণী মাঠপযার্য়ে যাচাই করে প্রতিস্বাক্ষর পবর্ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ;

(১১)উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে জেলাপ্রশাসন,উপজেলা প্রশাসন ও জেলার অন্যান্য সরকারী/বেসরকারী বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করা;

(১২)এছাড়া প্রধানকাযার্লয় ও জেলাপ্রশাসন কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য কাযাবলী সম্পাদন।