Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

সিটিজেন চার্টারঃ

(১)  উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাথে সংশ্লিষ্ট বেসরকারী সংস্থার(এনজিও) উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচির মাঠ পযার্য়ের কার্যক্রমের সাবির্ক তদারকি করা;

(৩) প্রতিমাসে উপজেলা পযার্য়ে বিভিন্ন সংস্থার বাস্তবায়নাধীন কাযর্ক্রমের কমপক্ষে ৩০টি উপানুষ্ঠানিক শিক্ষাকেন্দ্র পরিদর্শনকরা,শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি যাচাই করা এবং ত্রুটি বিচ্যূতি পরিলক্ষিত হলে সংশোধনের  ব্যবস্থাগ্রহণ করা;

(৩) উপানুষ্ঠানিকশিক্ষাব্যুরোর আওতাধীন বিভিন্ন প্রকল্পের জেলা পযার্য়ে নিয়োজিত কর্মকর্তার কর্মস্থল ত্যাগ, নৈমিত্তিক ছুটি অনুমোদন এবং   আয়ন-ব্যয়নকর্মকর্তারদায়িত্বপালন;

(৪)সামাজিক উদ্বুদ্ধকরণের মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষা কাযর্ক্রম সম্পর্কে গণসচেতণতা সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করা;

(৫)উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচির কেন্দ্রসমূহের সুপারভাইজার, সহায়ক/সহায়িকা, কেন্দ্রভিত্তিক শিক্ষার্থীদের তালিকাসংগ্রহ,  সংরক্ষণ এবং সেগুলো প্রধান কাযার্লয়ের এমআইএস শাখায় প্রেরণকরা;

(৬)জেলা পযার্য়ের কর্মচারীদেরবেতন-ভাতা ও আনুষাঙ্গিক খরচের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন  এবং মাসিক খরচের হিসাব বিবরণী নিয়মিত সদর দপ্তরে প্রেরণ করা;

         (৭)  জেলা পযার্য়ে বাজেট প্রণয়ন ও সদর দপ্তরে প্রেরণ করা;

(৮)জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জেলা প্রকিউরমেন্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা;

(৯)জেলা পযার্য়ে প্রতি ২মাসে ১বার উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সভার আয়োজন,সদস্য-সচিব হিসেবে দায়িত্বপালন এবং মাসিক সভার প্রতিবেদন সদর দপ্তরে প্রেরণ;

(১০)এনজিও কর্তৃক বাস্তবায়িত কর্মসূচির বিপরীতে দাখিলকৃত হিসাববিবরণী মাঠপযার্য়ে যাচাই করে প্রতিস্বাক্ষর পবর্ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ;

(১১)উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে জেলাপ্রশাসন,উপজেলা প্রশাসন ও জেলার অন্যান্য সরকারী/বেসরকারী বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করা;

(১২)এছাড়া প্রধানকাযার্লয় ও জেলাপ্রশাসন কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য কাযাবলী সম্পাদন।